Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশের নির্মাণ শিল্পের পথিকৃত। প্রায় দুই শতাব্দীর অধিককাল যাবৎ গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়নে অত্যন্ত সফলভাবে অবদান রেখে আসছে। এ অধিদপ্তর সরকারের নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ডিপজিট ওয়ার্ক হিসেবে বাস্তবায়ন করছে। স্থাপত্য অধিদপ্তরের স্থপতি ও গণপূর্ত অধিদপ্তর প্রকৌশলীদের (সিভিল, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল) সমন্বয়ে গণপূর্ত অধিদপ্তর নির্মাণ শিল্পে গুণগত মান ও পেশাদারিত্ব বজায় রেখেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে স্থাপত্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর দেশ ও জাতি বিনির্মাণে ভূমিকা পালন করে আসছে। নির্মাণ কাজে/প্রকল্পে উপযোগিতা ও দৃষ্টিনন্দন শৈলী, সঠিক প্রযুক্তি ও নির্মান সামগ্রীর ব্যবহার, যথাযথ মূল্য ও ব্যবহারকারীর চাহিদানুযায়ী যথাযথ বাস্তবায়ন ইত্যাদিকে গণপূর্ত অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। মান নিশ্চিতকরণের ব্যাপক কর্মসুচী, মান নিয়ন্ত্রণ ও কারিগরি অডিট ইত্যাদি গণপূর্ত অধিদপ্তরের ব্যাপক কর্মকান্ডের অন্তর্ভূক্ত। এ অধিদপ্তর নির্মাণ পদ্ধতির আধুনিকায়ন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সার্বিক গুণাগুণ ব্যবস্থাপনার লক্ষ্য নির্ধারণ করে থাকে। সুস্পষ্ট মান/আদর্শ, স্পেসিফিকেশন, দর-তফশিল, ডিজাইন, মূল্য নির্ধারণ পদ্ধতি, সরকারী অর্থের সঠিক ব্যবহার ও সকল কাজে সার্বিক জবাবদিহিতা ইত্যাদি বিষয় গণপূর্ত অধিদপ্তরের ঐতিহ্য সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখছে।